শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

পর্ব - নং ০১ - জীবনের পথ ব্লগ সম্পর্কে পরিচিতি - [ Introduction About Pathways of Life ( Bengali ) ]


নমস্কার 
আমাদের ব্লগ জীবনের পথ  বা Pathways of Life এ আপনাকে স্বাগত জানাই আমি মিঠুন সিকদার।
আজ শুধু এই ব্লগ এর উদ্দেশ্য সমন্ধে কিছু তথ্য বলবো।

প্রথমেই বলি এই ব্লগ আপনার জীবনে  নতুন করে সুখ সমৃদ্ধি এনে দেবে।আপনাকে আপনার জীবন আরো সমৃদ্ধ সালি করতে সাহায্য করবে। 

আজকের সমাজ এতটাই ব্যাস্ত যে তারা সফলতার উদ্দেশে ছুটে ছুটে তারা জীবনের এমন  বিব্রতকর পরিস্থিতির শিকার হন যা তারা এ জীবনে সমাধান করতে সামর্থ হননা।

পরবর্তী প্রজন্মের কাছে তারা ভালো কিছু দিয়ে যেতে পারে না।হয়তো টাকা পয়সা ধান দৌলত সবই দিয়ে যান কিন্তু জীবন চলার পথ চিনিয়ে যাতে পারে না তাই তারা সব পেএও সব হারিয়ে তারা শুন্য হতে বাধ্য হন।

আমাদের পূর্ব পুরুষরা অতি প্রাচীন কাল থেকে তাদের জীবন অভিগতার উপর ভিত্তি করে আমাদের অজস্র কথা ও কাহিনী বলে গেছেন যা আমাদের ধর্ম গ্রন্থ রূপে আমরা পেয়েছি।এক কথায় বললে চলে আমাদের ধর্ম গ্রন্থ হলো আমাদের জীবনচর্চার ব্যাবহারিক পথনির্দিশকা।
যাহার মধ্যে অন্য তাম ভগবাদ গীতা কেননা এই গ্রন্থে রয়েছে হিন্দু ধর্ম কথার মূল সার, যাহা আমাদের  জীবন চলার পথ স্বাচ্ছন্দময় করে তোলে , অনেকে মনে করেন ভাগবদ গীতা পাঠ করলে আর অন্য কিছু পাঠ না করলেও চলে ,কিন্তু সব কিছুর কিছু অভিন্ন বিশেষত্ব রয়েছে।

আজ গীতা গ্রন্থ কিংবা অন্য কোন ধর্ম গ্রন্থ কিনে আনার সামর্থ সবার আছে কিন্তু পাড়ার সময় নাই কেননা তাতে অনেক বিস্তর আলোচনা থাকে ।তাই আমার এই প্রচেষ্টা এই ব্লগটি  এর মাধ্যমে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের ধর্ম গ্রন্থের ছোট  থেকে ছোট  গল্পগুলি আকর্ষিত ভাবে আপনাদের কাছে তুলে ধরতে যার মাধ্যমে আমাদের প্রজন্ম এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন পথ সুগম হবে। আশা করছি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে।কোনো ত্রুটি থাকলে জানাবেন যার মাধ্যমে আমি সেই ত্রুটি সমাধানের চেষ্টা করবো।


সব শেষএ আপনাদের অনুরোধ করবো আপনারা সবাই অংশ গ্রহণ করে, এবং বেশি বেশি শেয়ার এর মাধ্যমে আমাদের আধুনিক প্রজন্মকে  সঠিক জীবনপথ  নির্বাচনে সাহায্য করুন। আর আমার  ব্লগএ  নতুন হলে  ব্লগটি ফলো  করুন।

এত সময় সঙ্গে থাকার জন্য  আপনাদের সকলকে ধন্যবাদ।



 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...