সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শ্রুতি শাস্ত্র ও স্মৃতি শাস্ত্র / Shruti Shastra and Smriti Shastra

 আমি পূর্বেই উল্লেখ করেছি আমাদের হিন্দু ধর্ম গ্রন্থের কোনো একক প্রতিষ্ঠাতা নাই অনাদি কাল থেকে পরম্পরা ক্রমে চলে আসছে। হিন্দুধর্মকে বিশ্বের 'প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস' বা 'প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ' বলে আখ্যা দেওয়া হয়।

হিন্দু ধর্ম গ্রন্থকে প্রধান দুই ভাগে শ্রীনি বিন্যাস করা হয় 

  1. শ্রুতি শাস্ত্র
  2. স্মৃতি শাস্ত্র
এখন প্রশ্ন আশে শ্রুতি শাস্ত্র  কি ?

  শ্রুতি : 'শ্রুতি' শব্দের অর্থ— যা শ্রবণ করা যায় এবং যা উপলব্ধি করা যায়। শ্রুতি সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। শ্রুতিকে দুই ভাগে ভাগ করা যায়।

 যথা :-

  1. বেদ, 
  2. উপনিষদ। 
এই দুটি গ্রন্থকে ঐশীগ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়।

এখন প্রশ্নঃ আশে  স্মৃতি শাস্ত্র কি ?

স্মৃতি : 'স্মৃতি' শব্দের অর্থ  যা মনে রাখা হয়। শ্রুতির মত স্মৃতি অত প্রাচীন গ্রন্থ নয়। 'স্মৃতি'কে ঐশীগ্রন্থ হিসেবেও বিবেচনা করা হয় না। 

তবুও আজ হিন্দুদের মধ্যে 'স্মৃতি' সবচেয়ে জনপ্রিয়। 'স্মৃতি' মানুষের লেখা। স্মৃতির মধ্যে উল্লেখ আছে 

  1. হিন্দুর জীবনবিধান 
  2. ও ধর্মাচরণের পদ্ধতি লিপিবদ্ধ আছে। 
স্মৃতি তাই ধর্মশাস্ত্র রূপে পরিচিত। স্মৃতিকে আবার দুভাগে ভাগ করা হয়।  

 যথা;-

  1. পুরাণ 
  2. ও মহাকাব্য।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...