বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে। 

সর্গ  বলতে কি  বোঝায় ?

সর্গ বলতে বোঝায় পবিত্রতম স্থান যাহা নিমনে দেওয়া চিত্রর মাধ্যমে পরিখাঠামো টা প্রকাশ করার প্রচেষ্টা করা হয়েছে। 

সর্গ 

নরক 

পাতাল 

স্বর্গ  বলতে একটি ধর্মীয়, মহাজাগতিক স্থান যেখানে মনে করা হয়  দেবতা, দেব-দূত, আত্মা জাতীয় সত্তা,  পূজিত পূর্বপুরুষদের উত্স, রাজাসনে অধিষ্ঠিত। 

কিছু ধর্মবিশ্বাস অনুযায়ী স্বর্গীয় সত্তারা পৃথিবীতে অবতরণ বা জন্মগ্রহণ করতে পারে, এবং পরকালে পার্থিব সত্তারা স্বর্গে গমন করতে পারে।

*****************************************

আমরা এই পর্বে দেখলাম সর্গ কাকে বলে ? আর পরের ক্রমাগত দুটি পর্বে আমরা আলোচনা করবো নরক আর পাতাল কাকে বলে ?

আর এই পর্বে সর্গ সমন্ধে যাহা প্রকাশ পায় তা হলো :-

০১. সর্গ একটি আনুমানিক কল্পিত স্থান যাহা আমরা অর্থাদ মানুষরা কখনো দেখেনি।

০২. সর্গে দেবতারা , দেবদূত এবং আমাদের পিতৃ পুরুষগন এর আত্মারা বাশ করে। 

০৩. আরো দেখলাম সর্গ থাকে তারা পৃথিবীতে অবতরণ এবং পুনরাগমন করতে পারে।

০৪. অতএব আমরা সবকিছু পর্যালোচনার মাধ্যমে যা বুঝতে পারলাম সেই হিসাবে সর্গ এমন একটি অবস্থা সেখানে একটি আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে এক মাহাত্তার রূপ অর্জন করে।  

*****************************************

তাই সর্গ সমন্ধে আমরা ধর্ম আলোচনার মাধ্যমে জানলাম সর্গ ভৌতিক জগতে দৃশ্যমান নয় , আপনাদের সর্গ সমন্ধে কি মতামত কমেন্টসএর  মাধ্যমে জানবেন আর কোনো ত্রুটি থাকলেও জানাবেন যা আমি পরবর্তী সংস্করণে সমাধান করেদব। 

আরো একটা অনুরোধ রইলো আপনার প্রিয় বন্ধুবান্ধবদের শেয়ার করুন যার মাধ্যমে আমরা এক নবীন নির্মল সমাজ গঠন করতে পারি। 

এত সময় সঙ্গে দেবার জন্য ধন্যবাদ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...