বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

পর্ব - নং ০৫ কিছু শুরু করার আগে গনেশ বন্দনা করার নিয়ম কে তৈরি করেছে এবং কেন ?

আপনারা হয়তো জানেন যে আমাদের পৌরাণিক কথা অনুযায়ী আমাদের বিশ্ব ভ্রাম্যান্ডোকে তিন  ভাগে বিভক্ত করা হয় যথা :-

০১. সর্গ 

০২. নরক 

০৩. পাতাল 

একবার সর্গের রাজা দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা  ত্রিদেব এর সম্মুখীন হন এবং ইন্দ্র প্রস্তাব রাখেন দেবরাজ হবার  কারণে তার পূজা  সর্বাগ্রে করানোর প্রস্তাব রাখেন এবং বহু  মতবাদের  মধ্যে প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।

 প্রতিযোগিতা হলো সমস্ত সৃষ্টির তিনবার সম্পূর্ণ পরিক্রমা করে যে  বিজয়  হবে তার পূজা সর্বাগ্রে করা হবে । 

তখন সমস্ত ভগবানরা  তাদের  নির্দিষ্ট বাহন নিয়ে প্রক্রমা শুরু করলো  যেমন দেবরাজ ইন্দ্র ঐরাবত , কার্তিক ময়ূর, বরুন দেবতা মকর , কালদেব মহিষ ইত্যাদি এবং ভগবান গনেশ তার বাহন ইদুর নিয়ে পরিক্রমা শুরু করলো। 

প্রথমে সমস্ত দেবতারা তাদের নির্দিষ্ট বাহনের গতি বাড়াতে লাগলো , তখন ইঁদুর নিয়ে ভগবান গনেশ তার পিত মাতা ভগবান শিব মা পার্বতীর পরিক্রমা শুরুকরলো এবং বিজয় হলো। 

 ভগবান গনেশর এই কার্যের মাধ্যমে বুঝিয়ে  দিলো  তার জন্য সমস্ত সৃষ্টি হলো তার মাতা পিত।

*********************************************

এই তৃতীয় কথার মাধ্যমে আমরা কিছু  নিবিড় চারিত্রিক গুণাবলী দেখতে পাই যথা :
০১. সর্বাচ পদ অর্জনকরি ও পরাস্ত হয়। 
০২. সবই মিলে যখন আলোচনা করা হয় তখন সঠিক সিদ্ধান্তে নির্ণয় সম্ভব। 
০৩. স্বাভাবিক দৃষ্টি কারো অভ্যান্তরিন ক্ষমতা পরিমাপ করতে পারেনা তার জন্য দূরদৃষ্টি প্রয়োজন।   
০৪. ক্ষমতার অহংকার পরাজয়ের কারণ। 

আপনারা যদি আরো কিছু জুড়তে চান অথবা কোনো ভুলত্রুটি থাকে কমেন্টস আর মাধ্যমে জানান , পরবর্তী সংস্করণে আপনাদের মতামত সুষ্ট হলে আমি এই ব্লগেই জুড়ে দেব।  
****************************************
এর পরের পর্বে আমরা সর্গ , নরক , এবং পাতাল সমন্ধে আলোচনা করবো  , আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার এর মাধমে সবাইকে সাহায্য করুন, যাতে তাদের জীবন চলার পথ সুগম হয়। 
এত সময় সঙ্গ দেবার জন্য ধন্যবাদ। 



 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...