মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Hinduism / হিন্দু ধর্ম


হিন্দুধর্মকে  সনাতন ধর্ম ও বলা হয়ে থাকে , " সনাতন ধর্ম " কথার অর্থ হলো তিহ্যবাহী ধর্ম  যা  হিন্দু ধর্মাবলম্বীগণ স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম বলে থাকেন । 

হিন্দুধর্ম আজ প্ৰায় সারা পৃথিবীব্যাপী সরিয়ে আছে । এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। অনাদি কাল থেকে এই পরম্পরা চলে আসছে। হিন্দুধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম। কারণ এটি প্রাচীনযুগে আর্বিভূত হয়েছে।এবং ধর্মাবলম্বীরা একে সনাতন ধর্ম  বা  চিরন্তন পথ বলে থাকে। 

আলোচকেরা  হিন্দুধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের  সংমিশ্রণ এবং সংশ্লেষণ হিসেবে গন্য করেন, যার মূলে  বহু  ব্যাক্তিত্ব এবং একাধিক উৎপত্তি উৎস রয়েছে।

এটি সনাতনি বা চিরন্তন কর্তব্যের কথা যেমন 

  • সততা, 
  • অহিংসা,
  •  ধৈর্যশীলতা, 
  • সমবেদনা 
  • ও আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি আরো অনেক মানবিক উতৃকৃষ্ট  উপায়ের কথা বলা হয়েছে।  
  • এবং বাহ্যিক আচার বিচারের থেকে পরম সত্যের জ্ঞানকে সর্বদাই মুখ্য স্থান দাওয়া হয়েছে। 
হিন্দু বিশ্বাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বহুবিধ বিষয় আছে যা মানব জীবনের সঠিক উদ্দেশ্য পূর্তি করতে সাহায্য প্রাদো হয়ে থাকে এর মধ্যে আছে ;-

  • ধর্ম 
  • অর্থ 
  •  কাম 
  • মোক্ষ 
 হিন্দুদের নিত্যকর্মের তালিকায় আছে পূজা, অর্চনা, ধ্যান, পারিবারিক সংস্কার , বার্ষিক অনুষ্ঠান এবং তীর্থযাত্রা। 

কেউ কেউ সমাজ ও সভ্য জগতে পার্থিব সুখ ছেড়ে পারমার্থিক শান্তির আশায় ও মোক্ষ লাভের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে।

হিন্দুধর্মের শাস্ত্রগ্রন্থের সংখ্যা প্রচুর যাহাকে দুই ভাগে ভাগ করা যায়। 

  •  শ্রুতি শাস্ত্র 
  • ও স্মৃতি শাস্ত্র 
এই গ্রন্থগুলিতে আলোচনা হয়েছে। 
  • ধর্মতত্ত্ব, 
  • দর্শন 
  • ও পুরাণ  
  • এবং ধর্মানুশীলন সংক্রান্ত নানা তথ্য বিবৃত হয়েছে।
 এই গ্রন্থগুলির মধ্যে বেদ সর্বপ্রাচীন, সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। 
অন্যান্য প্রধান ধর্মগ্রন্থগুলি হল :
  • উপনিষদ্‌, 
  • পুরাণ, 
  • ও ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত। 
মহাভারতের কৃষ্ণ-কথিত একটি অংশ ভগবদ্গীতা বিশেষ  গুরুত্বপূর্ণ  ধর্মগ্রন্থের মর্যাদা পেয়েছে।

এর পরের  ব্লগে আমরা আলোচনা করবো বেদ সমন্ধে এবং বেদ আলোচনা পরের ব্লগ গুলিতে উপনিষদ্‌, পুরাণ, ও ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত সম্বন্ধে  আলোচনা করবো। 

আজকের মতো এই প্রজন্তই কথা হবে পরের ব্লগে , এত সময় সঙ্গে দেবার  জন্য ধন্যবাদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...