বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

পর্ব - নং ০৩ কিছু শুরু করার আগে গনেশ বন্দনা করার নিয়ম কে তৈরি করেছে এবং কেন ?

 আমরা দ্বিতীয় পর্বে  দেখাচ্ছি কোনো কিছু শুরু করার  আগে গনেশ বন্দনা করার নিয়ম আছে , এখন প্রশ্নঃ  হলো কে এই নিয়ম  তৈরি করেছে এবং কেন ?
এ সমন্ধে  কিছু কথা প্রচিলিত আছে :-

*****************************************
প্রথমতঃ 
একবার জগৎমাতা পার্বতী  ভগবান গণেশকে  আদেশ করলেন তাঁর কক্ষগুলির প্রবেশদ্বার পাহারা দেওয়ার জন্য এবং যখন ভগবান শিব প্রবেশ করতে চাইলো  তখন গণেশ ভগবান এমনকি শিবকেও প্রবেশ করতে দেননি  মহাদেব শিব কে  প্রবেশ করতে না দেওয়ায়  ভগবান শিব ভগবান গণেশের মাথা কেটেছিলেন , এবং যখন মহামায়া  আদিশক্তি মা পার্বতী এই কথা জানতে পারলো তখন পুত্র গণেশকে পুনর্জীবিত করার  অনুরোধ করলো কিন্তু মহাদেব নিয়মের ব্যাতিক্রম করবেনা  বলে জানিয়ে দেন তখন পুত্র শোকে জগৎমাতা পার্বতী সমস্ত সৃষ্টি ধংস করার হুমকি দিয়েছিলেন।ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে মহাদেব শিব দৈব শক্তির দ্বারা এক হস্তী সাবকের  মাথা জুড়ে ভগবান গণেশকে পুনর্জীবিত করেন এবং বলেছিলেন যে সমস্ত পুজো শুরু হবে গনেশের নাম প্রার্থনা দিয়ে।

*****************************************
এই প্রথম কথার মাধ্যমে আমরা বহু নিবিড় চারিত্রিক গুণাবলী দেখতে পাই যথা :
০১. মায়ার মমতার কাছে সৃষ্টির কোনো নিয়ম তার সন্তানের উপরে নয়। 
০২. মা স্বামীকেও পরোয়া করেনা তার সান্তানকে বাঁচানোর জন্য। 
০৩. মা সমস্ত সৃষ্টিকে ধংস করে দিতেপারে তার সন্তানের প্রাণরক্ষার  জন্য।  
০৪. ভগবান গনেশের মতো আজ্ঞাকারী সন্তান হোলে বিধাতার নিয়মও পরিবর্তন হতে বাঁধা হয়। 

আপনারা যদি আরো কিছু জুড়তে চান অথবা কোনো ভুলত্রুটি থাকে কমেন্টস আর মাধ্যমে জানান , পরবর্তী সংস্করণে আপনাদের মতামত সুষ্ট হলে আমি এই ব্লগেই জুড়ে দেব।  
****************************************
এর পরের পর্বে আমরা দ্বিতীয় প্রচলিত কথা সমন্ধে জানবো , আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার এর মাধমে সবাইকে সাহায্য করুন, যাতে তাদের জীবন চলার পথ সুগম হয়। 
এত সময় সঙ্গ দেবার জন্য ধন্যবাদ। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...