আমরা তৃতীয় পর্বে প্রথমে গনেশ বন্দনা হবার পিছনের কারণের একটি কথা সমন্ধে আলোচনা করেছি এখন দ্বিতীয় কথা সমন্ধে জানবো।
দ্বিতীয়তঃ একবার দেবঋষি নারদ মহাদেব শিব এবং মা পার্বতীকে একটি ফল উপহার হিসাবে প্রদান করেন তখন শিব এবং পার্বতী পুত্র গনেশ এবং কার্তিক কে এই ফলের বিশিষ্ট ধরণের গুনের কথা বলেন যে এই ফলটি একটি বিশেষ ফল যাহাতে অথই জ্ঞানের ভান্ডার রয়েছে আরো রয়েছে আমারত্তর শক্তি। কিন্তু এই ফল আমরা তাকেই প্রদান করবো যে এই ফল পাবার জন্য একটি প্রতিযোগিতায় বিজয়ী হবে , প্রতিযোগিতা হলো সমস্ত সৃষ্টির তিনবার সম্পূর্ণ সৃষ্টির পরিক্রমা করে বিজয় হতে হবে।
ভগবান কার্তিক তার বাহন ময়ূর নিয়ে প্রক্রমা শুরু করলো এবং ভগবান গনেশ তার বাহন ইদুর নিয়ে পরিক্রমা শুরু করলো। প্রথমে কার্তিক বাড়িয়ে পড়লো কেনোনা তার গতি বেশি এবং তখন ইঁদুর নিয়ে ভগবান গনেশ তার পিত মাতা ভগবান শিব ও মা পার্বতীর পরিক্রমা শুরুকরলো এবং বিজয় হলো , এবং ভগবান গনেশ যুক্তি দিলো তার জন্য সমস্ত সৃষ্টি হলো তার মাতা পিত। তাই আমরা যে কোনও উদ্যোগকে সফলভাবে শুরু করার এবং শেষ পর্যন্ত শেষ করার জন্য তাঁর আশীর্বাদ প্রার্থনা করে আমরা গনেশ পূজা করে থাকি। ****************************************
এই দ্বিতীয় কথার মাধ্যমে আমরা বহু নিবিড় চারিত্রিক গুণাবলী দেখতে পাই যথা :
০১. সন্তানের জন্য তার মাতা পিতাই সম্পূর্ণ সৃষ্টি।
০২. শক্তির থেকে ভক্তি বড়ো।
০৩. বুদ্ধির কাছে বল দুর্বল।
০৪. কাউকে দেখে সিদ্ধান্ত নেওয়া মূর্খতার পরিচয়।
আপনারা যদি আরো কিছু জুড়তে চান অথবা কোনো ভুলত্রুটি থাকে কমেন্টস আর মাধ্যমে জানান , পরবর্তী সংস্করণে আপনাদের মতামত সুষ্ট হলে আমি এই ব্লগেই জুড়ে দেব।
****************************************
এর পরের পর্বে আমরা তৃতীয় প্রচলিত কথা সমন্ধে জানবো , আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার এর মাধমে সবাইকে সাহায্য করুন, যাতে তাদের জীবন চলার পথ সুগম হয়।
এত সময় সঙ্গ দেবার জন্য ধন্যবাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন