মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Religion / ধৰ্ম


 প্রথমেই বলেছি আমাদের পূর্ব পুরষদের জীবন অভিজ্ঞাতার ভিত্তিতে জীবন চার্চার পথনির্দেশিকা  তৈরি কোরেছিলেন  যাকে আমরা ধর্ম গ্রন্থ বলে থাকি।  

এখন মনে প্রশ্ন জগতে পারে ধর্ম কি ?   

ধর্ম শব্দটি আসে সংস্কৃত √ধৃ হতে। এই √ধৃ -এর অর্থ 'ধারণ'। 'একজন ব্যক্তি তার জীবনে তার যত প্রকার বৈশিষ্ট্যকে ধারণ করে সব মিলিয়ে হয় তার ধর্ম।' তার বিশ্বাস, তার পরম্পরাগত শিক্ষা, তারা আচার ব্যবহার ইত্যাদি এই সবই তার ধর্ম। যেভাবে আগুনের ধর্ম পুড়িয়ে দাওয়া , জলের ধর্ম শীতল করা , পশুর ধর্ম পশুত্ব, তেমনি মানুষের ধর্ম হয় মনুষত্ব।

আমার এখানে অন্যান্য সব গুলি উদাহরণ গুলি বুঝতে পারছি যেমন আগুন এর ধর্ম পুড়িয়ে দাওয়া , জালের ধর্ম শীতল করা, পশুর ধর্ম পশুত্ব কিন্তু মানুষের ধর্ম মানুষত্ব কি ? 

আমাদের ধর্ম গ্রন্থে এই কথাই উল্লেখ আছে মানুষএর  মানুষত্ব কি ?

এই প্রশ্নের উত্তর জানতে আপনাকে আমার এই ব্লগের সঙ্গে থাকতে হবে আমার শেষ ব্লগ প্রজন্ত যা আমি প্রতিদিন আকর্ষিত ভাবায় আপনাদের কাছে তুলায়দাবার চেষ্টা করবো ।. 

সংক্ষেপে যদি আপনি  জানতে চান তবে বলবো যাহার মাধ্যমে আমাদের এবং  ভবিষৎ প্রজন্ম কোনো  ক্ষতি না হয় তাকাই মানুষত্ব বলা যাতে পারে।  কিন্তু এ কথা বলে রাখা ভাল যে একটি বাক্য দ্বারা কখনই মানুষত্ব শব্দের অর্থ প্রকাশ করা সম্ভব নয় । 

আরো একটা কথা বলে রাখিছি  এ পৃথিবীর বিভিন্ন এস্থানে  বিভিন্ন গোষ্ঠীর মানুষ বসবাস করে তারা তাদের সেই এস্থানে ভিন্ন ভিন্ন  ধারণার ধর্ম গ্রন্থ তৈরি করেছে যেমন :

১. ইব্রাহামীয় ধর্মসমূহ

  • ইসলাম ধর্ম
  • খ্রিস্ট ধর্ম
  • ইহুদি ধর্ম
  • বাহাই ধর্ম
২.ভারতীয় ধর্মসমূহ
  • হিন্দু ধর্ম
  • শিখ ধর্ম
  • বৌদ্ধধর্ম
  • জৈন ধর্ম
৩.চৈনিক, কোরীয়, জাপানি ধর্মসমূহ
  • কনফুসীয় ধর্ম
  • শিন্তো ধর্ম
  • তাও ধর্ম
এছাড়াও আরো বহু ছোট ছোট আঞ্চলিক ধর্ম সমূহ রয়েছে। 

তাহলে আজ আমরা দেখলাম 
  • ধর্ম কাকে বলে /
  • মানব ধর্ম বা মানুষত্ব কি ?
  • পৃথিবীর প্রধান ধর্ম গুলির নাম কি কি ?
এর পড়ার ব্লগে আমরা আলোচনা করবো হিন্দু ধর্ম এবং ধর্মের ইতিহাস, আজ তাহলে এ প্রজন্তই কথা হবে পড়ার ব্লগে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পর্ব - নং ০৬ সর্গ বলতে কি বোঝায় ?

যেমনটা আমি পঞ্চম পর্বে  প্রতিশ্রুতি দিয়েচলাম সর্গ , নরক  এবং পাতাল সমন্ধে আলোচনা করবো বলে , প্রথমেই  আলোচনা করবো সর্গ সমন্ধে।  সর্গ  বলতে কি...