হিন্দুধর্মকে সনাতন ধর্ম ও বলা হয়ে থাকে , " সনাতন ধর্ম " কথার অর্থ হলো তিহ্যবাহী ধর্ম যা হিন্দু ধর্মাবলম্বীগণ স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম বলে থাকেন ।
হিন্দুধর্ম আজ প্ৰায় সারা পৃথিবীব্যাপী সরিয়ে আছে । এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। অনাদি কাল থেকে এই পরম্পরা চলে আসছে। হিন্দুধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম। কারণ এটি প্রাচীনযুগে আর্বিভূত হয়েছে।এবং ধর্মাবলম্বীরা একে সনাতন ধর্ম বা চিরন্তন পথ বলে থাকে।
আলোচকেরা হিন্দুধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ এবং সংশ্লেষণ হিসেবে গন্য করেন, যার মূলে বহু ব্যাক্তিত্ব এবং একাধিক উৎপত্তি উৎস রয়েছে।
এটি সনাতনি বা চিরন্তন কর্তব্যের কথা যেমন
- সততা,
- অহিংসা,
- ধৈর্যশীলতা,
- সমবেদনা
- ও আত্মনিয়ন্ত্রণের পাশাপাশি আরো অনেক মানবিক উতৃকৃষ্ট উপায়ের কথা বলা হয়েছে।
- এবং বাহ্যিক আচার বিচারের থেকে পরম সত্যের জ্ঞানকে সর্বদাই মুখ্য স্থান দাওয়া হয়েছে।
- ধর্ম
- অর্থ
- কাম
- মোক্ষ
কেউ কেউ সমাজ ও সভ্য জগতে পার্থিব সুখ ছেড়ে পারমার্থিক শান্তির আশায় ও মোক্ষ লাভের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে।
হিন্দুধর্মের শাস্ত্রগ্রন্থের সংখ্যা প্রচুর যাহাকে দুই ভাগে ভাগ করা যায়।
- শ্রুতি শাস্ত্র
- ও স্মৃতি শাস্ত্র
- ধর্মতত্ত্ব,
- দর্শন
- ও পুরাণ
- এবং ধর্মানুশীলন সংক্রান্ত নানা তথ্য বিবৃত হয়েছে।
- উপনিষদ্,
- পুরাণ,
- ও ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত।